এই মুহূর্তে জেলা

স্কুল চলাকালীন স্কুলেই বোমা ফাটার ঘটনায় চাঞ্চল্য টিটাগরে।

উঃ২৪পরগনা, ১৭ সেপ্টেম্বর:- স্কুল চলাকালীন সময়ে বোমা ফাটার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো টিটাগড়ে। ব্যারাকপুর শিল্পাঞ্চলে টিটাগড় সাউথ স্টেশন রোডে টিটাগড় ফ্রী ইন্ডিয়া হাইস্কুলে শনিবার নিত্যদিনের মত স্কুল চলার সময় হঠাৎই তীব্র কম্পনে কেঁপে ওঠে গোটা স্কুল। আতঙ্ক ছড়িয়ে পড়ে পড়ুয়াদের ও স্কুলের শিক্ষক ও কর্মীদের মধ্যে। কিছু বুঝে ওঠার আগেই বোঝা যায় স্কুলের বাইরে নয় ভিতরেই ছাদে বোমাটি ফেটেছে।

এরপর তড়িঘড়ি খবর দেওয়া হয় স্থানীয় টিটাগড় থানায়।ঘটনাস্থলে উপস্থিত হন টিটাগড় থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুমিত মন্ডল। উপস্থিত হন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল আশীষ মৌর্য্য সহ পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকেরা। তারা ঘটনাস্থলে প্রাথমিক তদন্ত চালান। এবিষয়ে বলতে গিয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল আশীষ মৌর্য্য জানান ঘটনার ফরেন্সিক তদন্তের পরই সত্যতা জানা যাবে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন ব্যারাকপুর সাংসদ অর্জুন সিং।