কলকাতা, ৭ সেপ্টেম্বর:- বাগুইআটির দুই মাধ্যমিকের ছাত্রকে অপহরণ এবং হত্যার ঘটনায় রাজ্য সরকার সি আইডি তদন্তের নির্দেশ দিয়েছে। ওই ঘটনায় পুলিশি গাফিলতির কথা স্বীকার করে নিয়ে বাগুইহাটি থানার ওসি কে ক্লোজ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে কলকাতার মেয়র তথা পুরো ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন। নবান্নে আজ এই বিষয়টি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওই ঘটনায় মর্মাহত।
তিনিই ওসিকে ক্লোজ করে সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন। কারণ, পুলিশের অনেক আগেই সক্রিয় হওয়া উচিত ছিল। রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যকে মুখ্যমন্ত্রী গোটা তদন্ত প্রক্রিয়ার উপর নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন।ফিরহাদ হাকিম আরও বলেন, বাগুইআটিতে যে ঘটনা ঘটেছে তা শিউরে ওঠার মত। সরকার হতভাগ্য দুটি পরিবারের পাশে সব রকম ভাবে থাকবে।