কলকাতা, ২৮ আগস্ট:- দুর্গাপুজোয় সরকারি অনুদান দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে হওয়া জনস্বার্থ মামলাগুলির শুনানি হতে পারে সোমবার। দুর্গাপুজো কমিটিগুলিকে ৬০ হাজার টাকা করে সরকারি অনুদান দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে গত বুধবার দুটি মামলা দায়ের হয় হাইকোর্টে। বৃহস্পতিবার একই বিষয়ে আরো একটি মামলা হয় হাইকোর্টে।
সরকারি অনুদানের পাশাপাশি বিদ্যুৎ বিলে ছাড় দেওয়ার সিদ্ধান্তেরও বিরোধিতা করে এই মামলাটি করা হয়। আদালতের নির্দেশ মেনে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা না দিয়ে কেন পুজোয় অনুদান দেওয়া হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলে তৃতীয় মামলাটি হয়েছে। আগামীকাল প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে এই তিনটি মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।