হুগলি, ২১ আগস্ট:- প্রয়াত সাংসদের মূর্তি বসানোকে কেন্দ্র করে উত্তেজনা, প্রতিবাদে জিটি রোড অবরোধ এলাকাবাসীর।ঘটনাটি ঘটে হুগলীর বৈদ্যবাটীর গভর্মেন্ট কোয়ার্টার এলাকায়। স্থানীয়দের অভিযোগ বহু বছর ধরে কোয়ার্টার এলাকায় জিটি রোডের ধারে কালিপুজো হয়ে আসছে।সেই পুজোর জায়গায় প্রয়াত তৃণমূল নেতা আকবর আলি খন্দকারের মূর্তি বসানোর জন্য চেষ্টা করা হচ্ছে। স্থানীয়দের দাবি পুজোর জায়গায় কোন মূর্তি বসানো যাবে না। অন্য জায়গায় বসানোর ব্যবস্থা হোক।
এরই প্রতিবাদে জিটি রোড অবরোধ করে বাসিন্দারা। শেওড়াফুলি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখানো হয়। বৈদ্যবাটি পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের স্থানীয় তৃনমূল কাউন্সিলর শতরূপা চক্রবর্তী জানান, প্রাক্তন সাংসদ আকবর আলী খন্দকার এর একটি মূর্তি বসানো ব্যবস্থা করা হয় জানিয়ে এলাকার বাসিন্দাদের আপত্তি রয়েছে তাদের দাবী যেখানে মূর্তি বসানো হচ্ছে সেখানে কালী পুজো হয়।সকলের সঙ্গে আলোচনা করেই যা করার সেটা করা হবে।