কলকাতা, ১০ আগস্ট:- রাজ্য সরকার কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনে সোনা জয়ী অচিন্ত্য শিউলিকে পাঁচ লক্ষ টাকা পুরস্কার দেবে। ময়দানে আজ মোহনবাগান ক্লাবের নতুন তাঁবুর উদ্বোধন করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একথা ঘোষণা করেন। ১৬ অগস্ট খেলা দিবসের অনুষ্ঠানে সোনা জয়ী তারকার হাতে ওই অর্থ তুলে দেওয়া হবে বলে তিনি জানান। পাশাপাশি তাঁকে চাকরি দেওয়ার বিষয়টি ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি দেখছেন বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এদিকে, মোহনবাগান ক্লাবকে এর আগে ৫০ লক্ষ টাকা অনুদান দিয়েছিল রাজ্য সরকার।
এদিন অনুষ্ঠানে আরও ৫০ লক্ষ টাকা অনুদান দেওয়ার কথা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী এদিনের বক্তব্য সবুজ-মেরুন ক্লাবের পুরনো উজ্জ্বল দিনের কথা স্মরণ করেন। সাহেবদের হারিয়ে শিল্ড জয়ের প্রসঙ্গ তোলেন। বাংলা তথা ভারতীয় ফুটবলে মোহনবাগান ক্লাবের যে নিজস্ব একটা ভাবমূর্তি রয়েছে, মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে সেকথাও তুলে ধরেন। অনুষ্ঠানে ক্লাব সচিব দেবাশিস দত্ত জানিয়েছেন, মোহনবাগান ক্লাব চত্বরে একটি খেলা ধুলা সংক্রান্ত গবেষণাগার তৈরি করা হচ্ছে। যা এই বিষয়ে গবেষকদের জন্য সহায়ক হবে। পাশাপশি মোহনবাগান ক্লাবের ইতিহাস নিয়ে একটি সংগ্রহশালা তৈরি করা হচ্ছে।