জেলা এই মুহূর্তে

স্কুলে এবার থেকে নীল সাদা পোশাক। আজ থেকে বিনামূল্যে পোশাক বিতরণ শুরু হাওড়ায়।

হাওড়া, ১০ আগস্ট:- হাওড়ায় সরকারি এবং সরকার পোষিত সব স্কুলে এবার থেকে নীল সাদা পোশাক। আজ থেকে বিনামূল্যে পোশাক বিতরণ শুরু হলো। এবার হাওড়ার সমস্ত স্কুলে পড়ুয়াদের নীল-সাদা পোশাক বিতরণ শুরু হল। বৃহস্পতিবার হাওড়া শহরের ৫টি স্কুলের ছাত্রছাত্রীদের পোশাক বিতরণের মধ্যে দিয়ে পুর এলাকার সব স্কুলে একই রঙের ড্রেস-কোডের সূচনা হল। এদিন মধ্য হাওড়ার যোগেশচন্দ্র গালর্স স্কুলের ছাত্রীদের পোশাক তুলে দেন হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী। তিনি জানান হাওড়া পুর এলাকায় ৩৯৪টি সরকার পোষিত স্কুল রয়েছে। এর মধ্যে ২১১টি স্কুলের পড়ুয়াদের এক সেট করে পোশাক তৈরি হয়ে গেছে।

সেগুলি কয়েক দিনের মধ্যে সংশ্লিষ্ট স্কুলের পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হবে। উল্লেখ্য হাওড়া কর্পোরেশনের অধীনের ৩০টি স্বনির্ভর গোষ্ঠীর ২৬৮জন মহিলা ওই স্কুল-পোশাকগুলি তৈরি করছেন। তাঁদের আর্থিক দিক আরও স্বাবলম্বী করতেই পুরনিগমের মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে নীল-সাদা ওই স্কুল ইউনিফর্ম তৈরির বরাত দেওয়া হয়েছে। এগুলির কাজ শেষ হলে তাঁদের পুলিশের পোশাক ও হাসপাতালের নার্স ও রোগীদের পোশাক তৈরির বরাতও দেওয়া হবে বলে জানা গেছে।