এই মুহূর্তে জেলা

শিক্ষামূলক ভ্রমণ পাড়ার রাতের জলসায় পরিণত হলো ! “দো ঘুট” আর “নাগিন” ডান্সে উদ্দাম নেচে হাওড়ার স্কুলের শিক্ষক শিক্ষিকারা রীতিমতো এখন ভাইরাল।


হাওড়া, ৫ আগস্ট:- শিক্ষামূলক ভ্রমণ নাকি পাড়ায় কোনও রাতের জলসা ! দেখে বোঝার উপায় নেই। “দো ঘুট” আর “নাগিন” ডান্সে উদ্দাম নেচে হাওড়ার স্কুলের শিক্ষক শিক্ষিকাদের ভিডিও এখন রীতিমতো ভাইরাল। তবে, ওই ভিডিও’র সত্যতা যাচাই করে দেখেনি সংবাদমাধ্যম। সোস্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে যাওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে বাসের মধ্যেই হিন্দি চটুল গানে ছাত্রদের নিয়ে নাচছেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। কখনও সেখানে তারস্বরে বাজছে “নাগিন নাগিন”, আবার কখনও বাজছে “দো ঘুট মুঝেভি পিলা দে শরাবি”।

আর এই গানেই উদ্দাম নাচছেন সকলে। স্কুলের শিক্ষামূলক ভ্রমণে যাওয়ার পথে বাসের মধ্যেই চটুল ওই নাচ এখন রীতিমতো ভাইরাল। হাওড়ার সাঁতরাগাছির এক নামী স্কুলের এই ঘটনায় রীতিমতো বিতর্ক উঠেছে। জানা গেছে, গত ৩ আগস্ট শিক্ষামূলক ভ্রমণের জন্য স্কুল থেকে বকখালি নিয়ে যাওয়া হয়েছিল একাদশ এবং দ্বাদশের ভূগোলের ছাত্রদের। আর সেখানেই বাসের মধ্যে চলে ওই উদ্দাম নৃত্য।