কলকাতা, ৪ আগস্ট:- গতকাল রাজ্য মন্ত্রিসভার রদবদলের পর আজ নব নিযুক্ত মন্ত্রীরা নিজ নিজ দফতরের দায়িত্বভার গ্রহণ করেছেন। ক্যাম্যাক স্ট্রিটে শিল্পন্নয়ন নিগমের দফতরে গিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন নবনিযুক্ত শিল্পপতি শশী পাঁজা। এরপর তিনি রাজ্যের শিল্প সচিব বন্দনা যাদবের সঙ্গে বৈঠক করেন। রাজ্য মন্ত্রিসভার অন্যতম প্রবীণ সদস্য শোভনদেব চট্টোপাধ্যায় দুপুরে নবান্নে আনুষ্ঠানিকভাবে পরিষদীয় মন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
তিনি বলেন দীর্ঘদিনের বিধায়ক এবং এক দশক ধরে দলের মুখ্য সচেতকের দায়িত্ব পালন করার সুবাদে পরিষদীয় দফতরের কাজকর্ম সম্পর্কে তাঁর সম্যক ধারণা রয়েছে। পরিষদীয় মন্ত্রী হিসেবে নিজের ভূমিকা পালন করার ক্ষেত্রে বিরোধী দলের সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে কাজ করবেন বলেও তিনি জানিয়েছেন।