এই মুহূর্তে কলকাতা

মাধ্যমিকে স্কুটিনিতে সাড়ে ১১ হাজার উত্তরপত্রে নম্বর বদল।

কলকাতা, ২৭ জুলাই:- মাধ্যমিকে স্ক্রুটিনিতে সাড়ে ১১ হাজার উত্তরপত্রের নম্বর বদল হয়েছে। যার ফলে প্রথম দশের মেধাতালিকায় আরও ১৮ জন স্থান পেয়েছে বলে রাজ্য মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে। আগে প্রথম দশের মেধাতালিকায় মোট ১১৪ জন পরীক্ষার্থী ছিলেন। কিন্তু স্ক্রুটিনির পর মেধা তালিকা স্থান পেলেন ১৩২ জন। মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, এবার ৩২ হাজার ৭৪০টি উত্তরপত্র স্ক্রুটিনির জন্য আবেদন করা হয়।

এর মধ্যে ১১,৪৫৬ জনের নম্বর বেড়েছে। ১০ নম্বরের বেশি বেড়েছে প্রায় ৫০০ উত্তরপত্রে। এর ফলে কোচবিহারের গোপালনগর MSS হাইস্কুলের ছাত্রী অনন্যা দেব সপ্তম স্থান থেকে পঞ্চম স্থানে উঠে এসেছে। বীরভূমের সৌমাল্য নিয়োগী অষ্টম স্থান থেকে সপ্তম স্থানে উঠে এসেছে। কোচবিহারের মাথাভাঙা গার্লস হাই স্কুলের রিফা তামান্না দশম থেকে নবম স্থানে উঠে এসেছে।