হাওড়া,৮ মার্চ :- ফাল্গুন বিদায় বেলায় বসন্ত উৎসবে মেতে উঠলো জেলার বিভিন্ন প্রান্ত। আবির রাঙ্গা হয়ে উঠলো শ্যামল সবুজ রবিবার। বাইনান তরুণ সংঘ প্রাঙ্গনে ক্রান্তি-র বসন্ত উৎসব ছিল আবির ময়। বাসন্তী রঙের শাড়ি পড়ে ‘কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা’ গানে তরুণ-তরুণীদের পাশাপাশি ছোটদের নৃত্য এলাকায় প্রাক দোলের আনন্দ ভরিয়ে দেয়। জগৎবল্লভপুর হাজরা পাড়া রামকৃষ্ণ বিবেকানন্দ কালচারাল ক্লাবের ৭০জন তরুণ-তরুণী নৃত্য ও গানে বসন্ত উৎসবে মেতে উঠলো। বালিটিকুরি প্রগতি সংঘ ক্লাবের উদ্যোগে রঙিন বসন্ত কোলাজ মাতিয়ে দিল এলাকাবাসীদের মন। অন্যদিকে বাড়ির নানান খাবার ব্যবহার করে রং বানিয়ে চমক দিয়েছে সহেলী ঘোষ। করোনা আতঙ্ক দোলের বাজারে যখন থাবা বসিয়েছে৷ এমন সময় বাড়ির নানান খাবার ব্যবহার করে রং বানিয়ে পরিবেশ কর্মীদের মন ভরিয়েছে ইসলামপুর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী সহেলী।