হাওড়া, ১৮ জুন:- হাওড়ার সাঁতরাগাছিতে এ টি ঘোষ রোডে একটি স্যানিটাইজার তৈরির কারখানায় শনিবার দুপুরে আগুন লাগে।ঘটনাস্থলে আসে দমকলের তিনটি ইঞ্জিন। প্রায় আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। জনবসতি এলাকায় কেমিক্যাল কারখানা ও কারখানায় অগ্নিনির্বাপণ যন্ত্র না থাকা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশ্ন উঠেছে কারখানার বৈধতা নিয়েও।
আতঙ্কিত এলাকার মানুষ। শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিক তদন্তে অনুমান দমকলের। তবে মালিককে খুঁজে পাওয়া যায়নি ঘটনার সময়। কারখানা থেকে ধোয়া বেরোতে দেখে ছুটে যান কর্তব্যরত ট্রাফিক পুলিশ খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন, জগাছা থানার ও সাঁতরাগাছি ট্রাফিক গার্ডের পুলিশ পৌঁছয়। কোনো হতাহতের খবর নেই বলে জানানো হয় দমকল সূত্রে।