দ:২৪পরগনা,৭ মার্চ:- প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ক্যানিয়ে। বিধায়কেরঅনুষ্ঠানে জনপ্রতিনিধিরা ডাক না পাওয়ায় বিক্ষোভ ক্যানিংয়ে। স্থানীয় সূত্রে জানা যায় ২০২১ এর বিধানসভা ক্যানিং পশ্চিম বিধায়ক এর টিকিট তৃণমূলের দুটি দলের মধ্যে কে পাবে সেই নিয়ে একেঅপরের মধ্যে শুরু হয়েছে দোষারোপ।তার প্রথম ধাপে আজ রাজ্য অফিসে নির্দেশ থাকা সত্ত্বেও নির্বাচিত জন প্রতিনিধিদের বাংলার গর্ব মমতা প্রোগ্রামের না ডাকায় বিধায়কের বিরুদ্ধে বিক্ষোভ দেখাল কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থকরা। এই বিক্ষোভের জেরে দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ হয়ে যায় ক্যানিং মহকুমা শহরে। ক্যানিং বারুইপুর রোড অবরুদ্ধ থাকায় ক্যানিং থেকে চুনাখালি গদখালীর ঝড়খালি সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায়।স্থানীয় যে সমস্ত মানুষের বিক্ষোভ দেখাতে আসেন তাদের দাবি বহিরাগত বিধায়ক কে নির্বাচনী টিকিট দেওয়া যাবে না।
এবং এলাকারসমস্তজনপ্রতিনিধিদেরকে বিধায়কের এই অনুষ্ঠানে উপস্থিত করতে হবে।কয়েক ঘন্টা ধরে অবরুদ্ধ হওয়ার কারনে সমস্যায় পড়ে নিত্যযাত্রী থেকে সুন্দর বনে বেড়াতে আসা পর্যটকরা। দোলের ছুটির জন্য পর্যটকদের ভিড় বেড়েছে সুন্দরবনের। বেশ কিছু গাড়ি এদিন সকাল থেকে আটকে পড়ে ক্যানিং বাস স্ট্যান্ড পর্যন্ত এলাকায়। দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এদিন এ বিক্ষোভে নেতৃত্ব দেওয়া জেলা পরিষদ সদস্য রা যেমন উপস্থিত ছিলেন তেমনি উপস্থিত ছিলেন ক্যানিং 1 নম্বর ব্লকের চারজন প্রধান ও শতাধিক পঞ্চায়েত সদস্যরা। ক্যানিং মাতলা 1 এর প্রধান হরেন ঘরুই বলেন, বিধায়ক আমাদেরকে কোন অনুষ্ঠানে ডাকেন না। দলীয় নির্দেশ থাকা সত্ত্বেও আমাদেরকে না ডাকার জন্যই এই বিক্ষোভ কর্মসূচি।অন্যদিকে বিধায়ক শ্যামল মন্ডল বলেন,যে সমস্ত দলীয় কর্মীরা পুরনো কর্মী বলে দলের মধ্যে পরিচিত তাদেরকে খুব শীগ্রই উপস্থিত করা হবে।