এই মুহূর্তে কলকাতা

রাজ্যের প্রাপ্য রাজস্বে কোপ মেরেই পেট্রোল-ডিজেলের শুল্ক ছাড়ের ব্যবস্থা কেন্দ্রের – মুখ্যমন্ত্রী।

কলকাতা, ২৩ মে:- রাজ্যের প্রাপ্য রাজস্বে কোপ মেরেই কেন্দ্রীয় সরকার পেট্রোল ডিজেলের উপর শুল্ক ছাড়ের ব্যবস্থা করেছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন।তাঁর দাবি কেন্দ্রীয় সরকার জ্বালানির শুল্ক কমানোয় রাজ্যের ৬৪১ কোটি টাকা রাজস্ব ক্ষতি হবে। এছাড়া পেট্রোল ডিজেলে লিটার পিছু ১ টাকা করে সেস চার দিতে রাজ্য সরকারের ৫০০ কোটি টাকা খরচ হয়।কাজেই সব মিলিয়ে এই খাতে রাজ্যের ক্ষতির পরিমাণ ১১৪১ কোটি টাকা হবে বলে তিনি জানান।নবান্নে সাংবাদিকদের আজ মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্র পেট্রলে ৮ টাকা এবং ডিজেলে ৬ টাকা আন্ত শুল্ক কমিয়েছে।

কারণ এই শুল্ক-ছাড়ে রাজ্যেরও ভাগ আছে। নিজেদের প্রাপ্য রাজস্বে যাতে কোপ না পরে এজন্য পরিকল্পিতভাবেই সেস না কমিয়ে আন্তশুল্ক কমানো হয়েছে। তার অভিযোগ কেন্দ্রীয় সরকার রাজ্যকে নিজেদের প্রাপ্য বরাদ্দ থেকে বঞ্চিত করছে। অথচ ২০১৪-১৫ সাল থেকে কেন্দ্রীয় সরকার পেট্রোল ডিজেলের ওপর শুল্ক বাবদ ১৮ লক্ষ ২৩ হাজার কোটি টাকার বেশি রাজস্ব আদায় করেছে। অন্যদিকে উজালা যোজনায় রান্নার গ্যাসে ২০০ টাকা ভর্তুকি দেওয়ার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের মুখ্যমন্ত্রী আজ তীব্র সমালোচনা করেছেন।