হুগলি, ২৫ মার্চ:- শ্রীরামপুর প্রভাস নগরে গৃহবধুর গলাকাটা মৃতদেহ উদ্ধার, মৃতের নাম রেনু সাউ(৪০)। শুক্রবার সোয়া তিনটে নাগাদ এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় শ্রীরামপুর পুরসভার ২৯ নং ওয়ার্ড প্রভাসনগর পূর্বপারা এলাকায়। মৃতের স্বামী রমেশ সাউ কাপড় ফেরি করেন ভ্যানে করে। দুপুরে তার দশ বছরের ছেলেকে স্কুল থেকে আনতে গিয়েছিলেন। বাড়ি ফিরে দেখে রক্তাক্ত অবস্থায় পরে রয়েছে স্ত্রী। গলা কাটা, হাতেও ধারালো অস্ত্রের ক্ষত। তরিঘরি প্রতিবেশিদের ডেকে টোটো চাপিয়ে তাকে
শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক জানায় আগেই মৃত্যু হয়েছে তার। ঘটনার খবর পেয়ে শ্রীরামপুর থানার পুলিশ প্রভাসনগর পৌঁছায়, হাজির হন ডিসিপি অরবিন্দ আনন্দ। পুলিশের প্রাথমিক অনুমান খুন করা হয়েছে। পুলিশ গিয়ে দেখে ঘরের আলমারি খোলা জিনিস পত্র ছড়ানো ছিল। লুটপাটের উদ্দেশ্য খুন নাকি এর পিছনে অন্য কারন আছে তা খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয়রা জানিয়েছে কোনো শব্দ পায়নি তারা। প্রভাসনগর ঘন বসতি এলাকা। সেখানে দিনে দুপুরে এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী।