হুগলি, ২৫ মার্চ:- হিন্দুস্তান ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেট কারখানায় শ্রমিক পরে মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য। সেফটি বেল্ট ছাড়া ১০০ ফুট উপরে উঠে কাজ করার সময় পরে মৃত্যু শেখ ইজাজুল ২৬ বছরের যুবকের। অনন্য শ্রমিকদের দাবি সেফটি বেল্ট থেকে শুরু করে গ্লাফস ও বুট কিছুই দেয় নি কোম্পানি।
নূন্যতম প্রয়োজনীয় জিনিস ছাড়াই কাজ করতে গিয়ে দুর্ঘটনা ঘটে। আমাদের দাবি মাত্র এক সপ্তাহে আগে কাজ করতে আসা যুবকের মৃত্যু এর আগে এই কারখানার ভেতরে ওর বাবা মারা যায়। একটি মাত্র ছেলে ইজাজুল তাই ওর ক্ষতিপূরণ দিতে হবে এই দাবিতে বিক্ষোভ চলছে। ঘটনাস্থলে ডানকুনি থানার পুলিশ।