হাওড়া, ১৭ মার্চ:- দোলযাত্রা, হোলি এবং শবেবরাত উপলক্ষে হাওড়া পুরসভার কনজারভেন্সি বিভাগের তরফ থেকে বৃহস্পতিবার হাওড়ার ৫০ নং ওয়ার্ড সহ শহরের বিভিন্ন এলাকায় পরিদর্শন করা হয়। শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়। পুর প্রশাসকমন্ডলীর ভাইস চেয়ারপার্সন সৈকত চৌধুরীর নেতৃত্বে পুরসভার কনজারভেন্সি বিভাগের আধিকারিকরা এদিন বিভিন্ন এলাকা ঘুরে দেখেন।
সৈকত চৌধুরী জানান, যেসব জায়গায় শবেবরাত এবং যেসব জায়গায় দোল বা হোলি পালিত হয় সেই এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং সেইসব এলাকা সুন্দর করে সাজিয়ে রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। সেই কাজ আমরা সরোজমিন করেছি। শুধু ৫০ নং ওয়ার্ডেই নয় শহরের বিভিন্ন এলাকায় পরিদর্শন করা হয়েছে পুরনিগমের তরফ থেকে।