সুদীপ দাস, ১৩ মার্চ:- সবুজ গাছ জানান দেয় বসন্ত এসে গেছে। ভরা বসন্তে তাই সবুজ রং গায়ে মেখে চন্দননগর গঙ্গা পারে বসলো সবুজ গাছের মেলা। সৌজন্যে সোশ্যাল মিডিয়া গ্রুপ “হুগলী- বাগান প্রেমী। এই ফেসবুক গ্রুপের উদ্দেশ্য সবুজের মাঝে বিশ্ববাসীকে বাঁচিয়ে রাখা। বর্তমানে চারিদিকে যেভাবে বৃক্ষনিধন হচ্ছে তার বিরুদ্ধে একটা লড়াই চালানোও এই গ্রুপের লক্ষ্য।
রবিবার চন্দননগর স্ট্র্যান্ডে এই গ্রুপের পক্ষ থেকেই গাছের মেলা বসে। যে মেলায় সাধারন মানুষকে গাছ পরিচর্চার পাঠ দেওয়া হয়। পাশাপাশি বাড়িতে থাকা অতিরিক্ত গাছ আদান-প্রদানেরও ব্যাবস্থা ছিলো। শুধু হুগলী জেলাই নয়, গ্রুপে যোগ দেওয়া ভিন জেলার বাগান প্রেমীরাও এখানে উপস্থিত হয়। গ্রুপ অ্যাডমিন শান্তনু ঘোষের কথায় মূলতঃ সবুজ বাঁচাতেই তাঁদের এই উদ্যোগ।