www.khaborsojasapta.com/wp-adminহুগলি, ২১ ফেব্রুয়ারি:- আইপ্যাকের কর্মীদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। গতকালের পর আজও আইপ্যাকের কর্মীদের বিরুদ্ধে সরব সাংসদ কল্যাণ। এবার বিস্ফোরক অভিযোগ করলেন তিনি। অভিযোগ আইপ্যাকের কর্মীরা তৃণমূল ছাত্র পরিষদের মহিলাদের মেসেজ করে। প্রসঙ্গত বারংবার দলের বিভিন্ন সিদ্ধান্তের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করতে দেখা গিয়েছিল শ্রীরামপুরের সাংসদকে। এবার তাতে
নবতম সংযোজন তৃণমূল কংগ্রেসের ভোট কুশলী প্রশান্ত কিশোরের টিম। অভিযোগ দীর্ঘদিন ধরেই এই আইপ্যাকের ভয়ে ভীত এবং সন্তুষ্ট গোটা তৃণমূল কংগ্রেস। কল্যান বাবুর আরও বক্তব্য এই কষ্টে আমি একা জ্বলছি না, এই কষ্টে সবাই জ্বলছে। আমি সব কথা বলে ফেলি তাই সবাই জানতে পারছেন। তবে আইপ্যাক কর্মীদের বিরুদ্ধে তৃণমূল ছাত্র পরিষদের মহিলাদের মেসেজ করার অভিযোগ নিয়ে তৃণমূলের অন্দরেই শুরু হয়েছে চাপানউতোর।