হাওড়া, ১২ ফেব্রুয়ারি:- এক ভুয়ো আইপিএস অফিসারকে গ্রেফতার করল হাওড়ার বালি থানার পুলিশ। জানা গেছে, চন্দন মিশ্র নামের এক যুবককে শুক্রবার রাতে নেশাগ্রস্ত অবস্থায় মহিলাদের ‘উত্যক্ত’ করার অভিযোগে বেলুড় ধর্মতলা রোড থেকে পুলিশ গ্রেফতার করে। এর কিছুক্ষণ পরেই চন্দনকে ছাড়াতে বালি থানায় এসে হাজির হন ‘ভুয়ো আইপিএস’ নরেশ কুমার। অভিযোগ, তিনি নিজেকে আইপিএস অফিসার ও সেন্ট্রাল আইবি-র এক পদস্থ কর্তা বলে পরিচয় দেন। চন্দন তাঁর ভাই হয় বলেও দাবি করেছিলেন।
নেশাগ্রস্ত অবস্থায় গ্রেফতার হওয়া ভাইকে ছাড়াতে এক আইপিএস অফিসার থানায় চলে এসেছেন শুনে সন্দেহ হয় বালি থানার আধিকারিকদের। নরেশ নিজেকে ২০১৪ ব্যাচের আইপিএস বলে পরিচয় দিয়েছিলেন। আইপিএসদের তালিকাতেও নাম না মেলায় তখন বিভিন্ন রকমভাবে নরেশকে জেরা করলে শেষে তিনি স্বীকার করেন তিনি সেনাবাহিনীতে সেপাইয়ের চাকরি করতেন। তিনি আদতে হিমাচলের বাসিন্দা হলেও বেলুড়ের একটি ফ্ল্যাটে থাকেন। অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সেপাইয়ের থেকে ওই চাকরির পরিচয়পত্র পাওয়া গিয়েছে। এ ছাড়া একটি ভুয়ো রেলের মেডিক্যাল কার্ডও মিলেছে বলে জানা গেছে।