সুদীপ দাস, ১৯ জানুয়ারি:- উপর থেকে যতটা শক্ত, ভিতর থেকে তিনি ততটাই নরম। পাপী নয় পাপকে দূর করতেই তাঁর লড়াই। বিগত কয়েকবছরে এলাকার অসামাজিক কার্যকলাপ বন্ধ করতে তাঁর জুড়ি মেলা ভার। তৃণমূল স্তর থেকে অসামাজিক কার্যকলাপের ভিত উপরে ফেলাই ছিলো পান্ডুয়ার অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর রোনাল্ড অ্যাঞ্জেল লিপার্ট (রোনাল্ডো)-এর ভাবনা। সেজন্যই নানা অসামাজিক কার্যকলাপে যুক্ত থাকা যুবকদের বুঝিয়ে সমাজের মূল স্রোতে নিয়ে আসাই ছিলো রোনাল্ডোর লক্ষ্য।
বিগত কয়েকবছরে এলাকার বহু যুবকই চুরি-ছিনতাই ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে এসেছে। সেইসমস্ত যুবকরা তাই প্রিয় স্যারের বদলি মেনে নিতে পারেনি। পুলিশ সূত্রে খবর এএসআই রোনাল্ডোর পান্ডু্য়া থেকে বদলি হয়ে মগরা থানায় যাওয়ার কথা। সেই খবর জানতে পেরেই বুধবার পান্ডুয়া থানার সামনে জমায়েত হয় বিগত কয়েক বছরে সমাজের মূল স্রোতে ফিরে আসা যুবকরা। প্রিয় স্যার যেন পান্ডুয়াতেই থাকে সেজন্য পান্ডুয়া থানার আধিকারিককে ডেপুটেশনও দেয়। ফুটবলের বাইরে এক রোনাল্ডোর চাহিদা দেখে এদিন সত্যিই হতবাক পান্ডুয়াবাসীর। বিষয়টি বুঝতে পেরে সমাজের মূল স্রোতে আসা যুবকদের মত এলাকাবাসীরাও প্রিয় রোনাল্ডো স্যারের বদলি আটকানোর দাবী তোলেন।