হাওড়া, ৯ জানুয়ারি:- করোনা সংক্রমণ আটকাতে হাওড়ার মঙ্গলাহাট এই সপ্তাহের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে হাওড়া জেলা প্রশাসন। বৃহস্পতিবার জেলা প্রশাসন ওই সিদ্ধান্ত নেয়। সেই খবর হাট ব্যবসায়ীদের কানে পৌঁছানোর পর থেকেই ক্ষোভে ফুঁসছিলেন হাট ব্যবসায়ীরা। রবিবার প্রতি সপ্তাহের মতোই হাট ব্যবসায়ীরা তাদের পণ্যসামগ্রী নিয়ে হাট কমপ্লেক্সের ভিতরে আসতে থাকেন। সেই সময় পুলিশ তাদের বাধা দেয়। এতে আরও ক্ষোভ বাড়ে ব্যবসায়ীদের মধ্যে। এরপরই হাট খোলার দাবিতে হাট ব্যবসায়ীরা হাওড়া ময়দানে পথ অবরোধ করেন।
স্তব্ধ হয়ে যায় যান চলাচল। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তোলেন ব্যবসায়ীরা। হাট ব্যবসায়ীদের পক্ষ থেকে জানা গেছে, যেহেতু হাট বন্ধ রাখা বা খোলার বিষয়ে সোমবার প্রশাসনের তরফ থেকে একটি আলোচনা ডাকা হয়েছে এবং তারপরেই সিদ্ধান্ত নেওয়া হবে হাট খোলা বা বন্ধের বিষয়ে। পুলিশের পক্ষ থেকে এই কথা শোনার পর তাঁরা অবরোধ তুলে নেন। হাট ব্যবসায়ীদের অভিযোগ, হাওড়ায় আরও যে সকল হাট রয়েছে বা মেটিয়াব্রুজে যেসব হাট আছে সেগুলো খোলা থাকছে। অথচ হাওড়ার শতাব্দী প্রাচীন মঙ্গলা হাটের ক্ষেত্রে কেন বারে বারে এমন একতরফা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।