এই মুহূর্তে জেলা

বাঁকুড়ার বিজেপি বিধায়কের গাড়ি বিদ্যাসাগর সেতুর টোলপ্লাজার কাছে আটকালো পুলিশ।

হাওড়া, ১৯ ডিসেম্বর:- বাঁকুড়ার বিজেপি বিধায়কের গাড়ি বিদ্যাসাগর সেতুর টোলপ্লাজার কাছে আটকালো পুলিশ। রবিবার কলকাতা পুরভোট উপলক্ষে শনিবার সকাল থেকেই হাওড়া ব্রিজ, হাওড়া ফেরিঘাট এবং দ্বিতীয় হুগলি সেতুর সংযোগে নাকা চেকিং এর ব্যবস্থা করেছে হাওড়া সিটি পুলিশ। নাকা চেকিং চলছে কলকাতায় ঢোকার মুখে প্রতিটি পয়েন্টে। রবিবারও সকাল থেকে সেই নাকা চেকিং চলছিল। এদিন দুপুরে দ্বিতীয় হুগলি সেতু টোলপ্লাজার কাছে বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার গাড়ি আটকায় পুলিশ।

বিধায়ক গাড়ি নিয়ে কলকাতায় ঢুকতে গেলে দ্বিতীয় হুগলি সেতুর টোলপ্লাজার কাছে তার গাড়ি আটকানো হয়। এরপর বিধায়ক গাড়ি থেকে নেমে এসে পুলিশকে জিজ্ঞেস করেন যে তিনি একজন বিধায়ক তিনি কেন কলকাতায় যেতে পারবেন না। পুলিশের আধিকারিকরা বিধায়ককে জানান কলকাতায় পুরভোট চলছে। এই কারণে শহরে ঢোকার ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে। তাই বিভিন্ন পয়েন্টে নাকা চেকিং চলছে। এর কিছুক্ষণ পর পুলিশের আবেদনে সাড়া দিয়ে তিনি ফিরে যান।