এই মুহূর্তে জেলা

তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের কার্যনির্বাহী সমিতি ঘোষণা করা হলো হাওড়ায়।

হাওড়া,১৮ ডিসেম্বর:- হাওড়া জেলা সদর তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের কার্যনির্বাহী সমিতি ঘোষণা করা হলো। শুক্রবার হাওড়া জেলা সদর তৃণমূল কার্য্যালয়ে নতুন কমিটির সদস্যদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। এদিন আইএনটিটিইউসি-র হাওড়া জেলা সদরের সভাপতি প্রাণকৃষ্ণ মজুমদার সহ হাওড়া জেলা সদর কার্য্যালয়ে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের হাওড়া জেলা সদরের চেয়ারম্যান লগন দেও সিং, হাওড়া সদরের সভাপতি কল্যাণ ঘোষ, হাওড়া জেলা সদরের যুব সভাপতি তুষার কান্তি ঘোষ,

হাওড়া জেলা পরিষদের সহ সভাধিপতি অজয় ভট্টাচার্য প্রমুখ নেতৃবৃন্দ। নতুন কমিটিতে যারা দায়িত্ব পেয়েছেন তাঁদের হাতে এদিন নিয়োগপত্র তুলে দেন দলের জেলা নেতৃত্ব। আইএনটিটিইউসি-র হাওড়া জেলা সদরের সভাপতি প্রাণকৃষ্ণ মজুমদার জানান, শুক্রবার বিকেলে হাওড়া সদরে আইএনটিটিইউসি-র নতুন কার্যনির্বাহী সমিতি ঘোষিত হয়েছে। নতুন কমিটিতে হাওড়া সদরের ৮টি বিধানসভা কেন্দ্র ধরে ৮ জন সভাপতি নিয়োগ করা হয়েছে। এছাড়াও সহ-সভাপতি ৯ জন, সম্পাদক ১৩ জন, সাধারণ সম্পাদক ৬ জন, কোষাধ্যক্ষ ১ জন এবং কার্যকরী সদস্য হিসেবে ৫ জন নতুন কমিটিতে এসেছেন।