এই মুহূর্তে জেলা

ভর্তি প্রক্রিয়ায় গাফিলতি অভিযোগে অভিভাবক অসন্তোষে উত্তপ্ত খড়দহের ভবনাথ স্কুল।

খড়দহ, ৮ ডিসেম্বর:- প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরে ভর্তি প্রক্রিয়া নিয়ে গাফিলতির অভিযোগ তুলে বুধবার অভিভাবক অসন্তোষের জেরে উত্তপ্ত হয়ে উঠলো খড়দহ ভবনাথ ইনষ্টিটিউশন ফর গার্লস। প্রাথমিক বিভাগে চতুর্থ শ্রেণীতে পাঠরত উত্তীর্ণ ছাত্রীদের মাধ্যমিকে স্তরে ভর্তি নিয়ে অভিভাবকদের বক্তব্য তারা ভর্তি করাতে চাইলেও ফর্ম পাচ্ছেন না তারা। মাধ্যমিক স্তরের বিদ্যালয়ে ফর্ম সংক্রান্ত নানা বিষয়ে ত্রুটি দেখিয়ে বাতিল করা হচ্ছে। সংশোধন করে আনলেও দীর্ঘক্ষণ লাইন দিলেও কথা বলেনি স্কুল কর্তৃপক্ষ এমনই অভিযোগ অভিভাবকদের। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় রহড়া থানার পুলিশ এসে ঘটনা স্থলে পৌঁছায়। কথা বলেন অভিভাবকদের সঙ্গে। এবিষয়ে বলতে গিয়ে অভিভাবকরা জানান অপর দিকে মাধ্যমিক স্তরের প্রধান শিক্ষিকা রীনা ভৌমিক অভিভাবকদের এই অভিযোগ অস্বীকার করেন। এবং জানান তবে বলাই চলে প্রাথমিক স্তর ও মাধ্যমিক স্তরের এই দোলাচালে শিশুদের ভবিষ্যত নিয়ে প্রশ্ন চিহ্ন উঠে গেল।