কলকাতা, ২৯ নভেম্বর:- রাজ্যে বিনিয়োগ আকর্ষণের পাশাপাশি বিজেপি বিরোধী বিভিন্ন দলের মধ্যে সমন্বয় বাড়ানোর লক্ষ্যে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামীকাল মুম্বই সফরে যাচ্ছেন। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এই সফরে তাঁর সঙ্গী হতে পারেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে৷
মুম্বই পৌঁছে মুখ্যমন্ত্রী প্রথম সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দেবেন। এনসিপি নেতা শরদ পাওয়ার এবং শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে তাঁর বৈঠকের কর্মসূচি রয়েছে।আগামী বছর রাজ্যে প্রস্তাবিত বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে আমন্ত্রণ জানাতে মুখ্যমন্ত্রী বেশ কয়েকজন প্রথমসারির শিল্পপতির সঙ্গে এই সফরকালে বৈঠক করতে পারেন বলেও জানা গিয়েছে।