কলকাতা, ২৩ নভেম্বর:- করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় অন্য রোগের চিকিৎসার উপরেও বাড়তি নজর দিতে চায় স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, জেলা পিছু একটি বা দু’টি কোভিড হাসপাতাল বা ওয়ার্ড চালু রাখা হবে। বাকিগুলি আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই মর্মে নির্দেশিকা জারি করা হয়েছে দফতরের তরফে। করোনা রোগীদের জন্য চুক্তিভিত্তিক যে সব স্বেচ্ছাসেবক বা কর্মী নিয়োগ করা হয়েছিল, তাঁদেরও অবিলম্বে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতি জেলায় দু’একটি সেফ হোম রেখে বাকিগুলিকে বন্ধ করার কথাও বলা হয়েছে স্বাস্থ্য দফতরের নির্দেশিকায়। করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এসেছে বলেই আপাতত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্যভবন। বর্তমান পরিস্থিতির দিকে নজর রেখেই সেফ হোম এবং সরকারি হাসপাতালের করোনা ওয়ার্ডগুলিতে শয্যা কমিয়ে তা সাধারণ রোগীদের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্যভবন।
যেহেতু রাজ্যের একাধিক সরকারি কিংবা বেসরকারি হাসপাতালকে করোনা চিকিৎসার জন্য ব্যবহার করা হচ্ছিল, এর ফলে অন্য রোগের চিকিৎসার ক্ষেত্রে অসুবিধায় পড়তে হচ্ছিল সাধারণ মানুষকে। কিন্তু মারণরোগ করোনাকে নিয়ন্ত্রণ করতে বাধ্য হয়েই একাধিক হাসপাতালকে কোভিড স্পেশ্যাল বলে চালানো হচ্ছিল। আপাতত রাজ্যে করোনা নিয়ন্ত্রণে রয়েছে তাই জেলাওয়াড়ি মাত্র দুটি কিংবা একটি করোনা হাসপাতাল ও সেফ হোম থাকার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। তবে কোন জেলায় কীভাবে এই পরিকাঠামো তৈরি হবে, তা সংশ্লিষ্ট জেলা শাসকের সঙ্গে পরামর্শ করে তবেই সিদ্ধান্ত নিতে বলা হয়েছে স্বাস্থ্য দফতরের নির্দেশিকায়। করোনা ওয়ার্ডে কর্মরত অতিরিক্ত হাসপাতাল কর্মীদের স্বাভাবিক কাজে ফিরতে বলা হয়েছে স্বাস্থ্য দফতরের তরফে।