হাওড়া, ১৪ নভেম্বর:- বিজেপির যুব কর্মীকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেওয়ার অভিযোগ উঠল। ঘটনায় তাঁর মাথা ফেটে যায়। হাওড়ার শিবপুর ব্যাতাইতলার অমিত ঠাকুর নামের ওই বিজেপি যুব কর্মী এই ঘটনায় থানায় জেনারেল ডায়েরি করেন। হাসপাতালে এসে চিকিৎসা করান। অভিযোগ, ওই বিজেপি যুব কর্মীকে ফোন করে কথা বলার জন্য ডাকা হয়। সেখানেই তাঁকে ‘তুই কতো বড়ো নেতা হয়েছিস’ বলে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেওয়া হয়।
এই ঘটনায় তাঁর মাথা ফেটে যায়। তিনি জানান, একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করেছিলেন। সেখানে পুরসভা ভোট নিয়ে তিনি কিছু মন্তব্য করেছিলেন। সেই ঘটনাকে কেন্দ্র করেই শনিবার তাকে মারধর করা হয়। শিবপুর থানায় প্রাথমিকভাবে অভিযোগ জানানো হয়েছে। ঘটনায় ২ জনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।