এই মুহূর্তে জেলা

বন্যায় ক্ষতিগ্রস্ত চাষীদের  সবজির চারা তুলে দিল ভারত সেবাশ্রম সংঘ।

দ:২৪পরগনা , ১৩ নভেম্বর:- ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে ও সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দের সহযোগিতায়  শনিবার দক্ষিণ চব্বিশ পরগনার সিদ্ধিবেড়িয়ায়, সিদ্ধিবেড়িয়া প্রণবানন্দ গ্রামীণ সেবাকেন্দ্রের পক্ষ থেকে সবজির চারা বিতরণ কর্মসূচি নেওয়া হয়। বন্যা কবলিত এলাকার কৃষিজীবী মানুষের হাতে বিভিন্ন ধরনের সবজির চারা তুলে দিলেন সংঘের সন্ন্যাসী স্বামী মহাদেবানন্দ মহারাজ। যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে সব সময় দাঁড়ায় ভারত সেবাশ্রম সংঘ। স্বামী প্রণবানন্দের আদর্শে দীক্ষিত সংঘের সন্ন্যাসীরা আর্ত মানুষের সেবায় নিবেদিতপ্রাণ। সেই বিষয়টিকে সামনে রেখে এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে সংঘ বলে জানান স্বামী মহাদেবানন্দ মহারাজ।

এই চারা বিতরণ কর্মসূচি উপলক্ষে স্বামী মহাদেবানন্দ বলেন, ‘করোনা মহামারীতে মানুষের রুজি-রুটির পথ বন্ধ হয়ে গিয়েছে। রোজগার কিছু নেই। এরপর ইয়াস ঘূর্ণিঝড় ও তারপরে প্রবল জলোচ্ছ্বাসে মানুষের ঘরবাড়ি নষ্ট হয়ে গিয়েছে। আমরা সেই সময় কিছু ধানের বীজ মানুষের হাতে তুলে দিয়েছিলাম। কিন্তু আবার অতিবৃষ্টির ফলে তাও নষ্ট হয়ে গিয়েছে। মানুষ ঘুরে দাঁড়াবে কিভাবে। শীত আসছে। মানুষের হাতে বিভিন্ন ধরনের শীতের সবজির চারা তুলে দেওয়া হচ্ছে। যেমন ফুলকপি, ওলকপি, বেগুন, লঙ্কা ইত্যাদি। এগুলি দিয়ে যাতে তারা চাষবাস করে আবার ঘুরে দাঁড়াতে পারে তার জন্যই এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে তিনি জানান।