হাওড়া, ২৭ অক্টোবর:- কালীপুজোর আগে শহরে অভিযান চালিয়ে প্রায় ৪৩ কেজি গাঁজা উদ্ধার করলো হাওড়ার ডোমজুড় থানার পুলিশ। গ্রেফতার হয়েছেন ২ যুবক।হাওড়ার নিবড়া ফ্লাইওভারের কাছে গাঁজা সমেত এদের গ্রেফতার করা হয়। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার ডোমজুড় থানার পুলিশ ডোমজুড়ের নিবড়া ফ্লাইওভারের কাছে অভিযান চালিয়ে এদের হাতেনাতে ধরে।
ধৃতেরা জানিয়েছে, তারা ওড়িশা থেকে হাওড়ায় এই গাঁজা নিয়ে আসছিল। হাওড়া সিটি পুলিশের এসিপি সাউথ জানান, ধৃতেরা হলো সুধীর মাঝি (২১) এবং এলিয়াস মাঝি (৩৫)। এদের গ্রেফতার করা হয়েছে। এদের কাছ থেকে প্রায় ৪০ কেজিরও বেশি পরিমাণ গাঁজা উদ্ধার হয়েছে। ঠিক কোথায় এই মাদকদ্রব্য নিয়ে যাওয়া হচ্ছিল এবং কে এদের মূল পান্ডা তা জানতে পুলিশ তদন্তে নেমেছে।