এই মুহূর্তে জেলা

চুঁচুড়ায় কালী পুজোর চাঁদা নিয়ে জুলুমবাজি , ব্যাপক মারধর ব্যাবসায়ীকে।

সুদীপ দাস, ২৬ অক্টোবর:- কালী পুজোর চাঁদা নিয়ে জুলুমবাজি। ব্যাপক মারধর ব্যাবসায়ীকে। সোমবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানার অন্তর্গত সাহাগঞ্জ ডানলপ বাজারে। আক্রান্ত ব্যাবসায়ীর নাম সুব্রত সমাদ্দার(৪০)। বাড়ি চুঁচুড়ার পাঙ্খাটুলি কাবেরী পাড়া রোডে। স্থানীয় সূত্রে খবর সোমবার ব্যান্ডেল বাজারে নিজের স্টেশনারী দোকানে ছিলেন সুব্রত। রাত ৮টা নাগাদ সাহাগঞ্জ মোল্লাপোতা ইউনিয়ন সংঘের নামে জনা কয়েক যুবক কালি পুজোর চাঁদা কাটতে আসে। সুব্রত কিছু বলার আগেই ৫০১ টাকা বিল কেটে দেয় তারা। অভিযোগ সুব্রত ৫১ টাকার বেশী দিতে পারবে না জানাতেই অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে চাঁদা আদায়কারীরা। এরপর শুরু হয় তান্ডব। দোকানের ভিতর থেকে সুব্রতকে টেনে হিঁচরে বের করে বেধড়ক কিল-চড়-ঘুষি মারতে থাকে তারা। অন্যান্য ব্যাবসায়ীরা ছুটে এলে তাঁরা চম্পট দেয়। ঘটনায় সুব্রতর ডান চোখের আঘাত গুরুতর। ঘটনার পর থেকেই আতঙ্কিত সুব্রত সহ গোটা ব্যান্ডেল বাজার এলাকার ব্যাবসায়ীরা। মঙ্গলবার এবিষয়ে ব্যান্ডেল ফাঁড়িতে অভিযোগ দায়ের করে সুব্রত। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।