এই মুহূর্তে জেলা

সিঁদুর খেলা, ধুনুচি নাচ, দেবী বরণ। বিসর্জনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে হাওড়ায়।

হাওড়া, ১৫ অক্টোবর:- সিঁদুর খেলা, ধুনুচি নাচ, দেবী বরণ। বিসর্জনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে হাওড়ায়। আজ বিজয়া। মা চললেন কৈলাসে। আকাশে বাতাসে বিষাদের সুর। উমাকে আজ বিদায় জানানোর পালা। প্রতিমা নিরঞ্জনের জন্য হাওড়া জেলা প্রশাসনের তরফ থেকে আজ দশমী থেকে তিনদিন ধার্য্য করা হয়েছে। আজ দশমীতে বাড়ির প্রতিমার পাশাপাশি অনেক বারোয়ারির প্রতিমারও নিরঞ্জন হবে। ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু হয়ে গেছে। হাওড়া জনসেবা সমিতির মহিলারা এদিন প্রতিমার বরণ, সিঁদুর খেলা ও ধুনুচি নাচে অংশ নিলেন।