সুদীপ দাস, ২৪ সেপ্টেম্বর:- নতুন সভাপতি হিসাবে নির্বাচিত হওয়ার পরই কুলপুতুল পুড়লো চুঁচুড়ায়। বিজেপির নতুন রাজ্য সভাপতি হয়েই পশ্চিমবঙ্গে তালিবানি রাজ চলছে বলে অভিযোগ করেন সুকান্ত মজুমদার। পাশাপাশি বৃহস্পতিবার সুকান্তবাবু দলীর কর্মীর মৃতদেহ নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢোকার চেষ্টা করেন। নতুন সভাপতি হওয়ার পরই সুকান্তবাবুর এহেন কান্ডকারখানার প্রতিবাদে সরব হলো চুঁচুড়া আদালতের তৃণমূল সমর্থিত আইনজীবিরা।
এদিন আইনজীবি মলয় মজুমদারের নেতৃত্বে সুকান্ত মজুমদারের কুশপুতুল দাহ করা হয় চুঁচুড়া আদালতের সন্নিকটে। মলয়বাবুর মতে একজন অধ্যাপক যখন সভাপতি হয় তখন তাঁর কাছ থেকে সকলে সুশিক্ষিত মতামত আশা করে। কিন্তু সুক্তবাবুর মন্তব্য ও কর্মকান্ড রাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য যথেষ্ট। এজন্যই আজ আমরা সুকান্তবাবুর কুশপুতুল দাহ করে প্রতিবাদ জানালাম।