হুগলি, ১৯ সেপ্টেম্বর:- শ্রীরামপুর রেল ব্রীজের উপরে দূর্ঘটনা,ব্রীজ থেকে নীচে পরে মৃত্যু মহিলার। বাইকে করে বটতলার দিক থেকে নগার দিকে যাচ্ছিলেন এক দম্পতি। বাইক ব্রীজের মাঝামাঝি ছিল সেসময় একটি সাদা মারুতি সুজুকি গাড়ি সপাটে ধাক্কা মারে, ব্রীজ থেকে ছিটকে নীচে পরে যান মহিলা। তাকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়। মৃতার নাম অর্পিতা পাল (৩২)। আজ সন্ধায় শ্রীরামপুর রেল ব্রীজের উপর দিয়ে বাইকে চেপে যাচ্ছিলেন দম্পতি। পিছনে বসেছিলেন মহিলা। হঠাৎ একটি মারুতি গাড়ি এসে তাদের ধাক্কা মারে। বাইক থেকে ছিটকে ব্রীজের তলায় পরে যান মহিলা। শব্দ পেয়ে এলাকার লোকজন ছুটে আসেন। শ্রীরামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। গাড়িটিকে আটক করেছে। বাইক চালকও মহিলার স্বামী আহত হয়েছেন তাকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ভর্তি করা হয়েছে।









