কলকাতা, ৩ সেপ্টেম্বর:- উদ্দেশ্য রাজ্যে শিল্পে বিনিয়োগের পথে যে কোনও বাধা বিঘ্নের দ্রুত এবং তাৎক্ষণিক অপসারণ। সেই লক্ষ্য কে সামনে রেখে আগামী ১৫ই সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরহিত্যে প্রথমবার বৈঠকে বসতে চলেছে রাজ্যের ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন বোর্ড। পরিকাঠামো বা প্রযুক্তিগত খুঁটিনাটির কারণে রাজ্যের যে সমস্ত বিনিয়োগ প্রকল্প থমকে রয়েছে তাদের যাবতীয় সমস্যা সমাধানের লক্ষ্যে এই বৈঠকে পদক্ষেপ করা হবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। রাজ্যে শিল্পায়নের প্রক্রিয়াকে সহজতর করতে ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন বোর্ড গঠন করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে গঠিত এই ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন বোর্ড শিল্পক্ষেত্রে বিদ্যুৎ,
জল সরবরাহ সহ বিভিন্ন সমস্যা খতিয়ে দেখে বিভিন্ন দপ্তর এর মধ্যে সমন্বয়ের মাধ্যমে তৎপরতার সঙ্গে তার সমাধান করবে। শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, রাজ্য সরকার শিল্পায়নের লক্ষ্যে এক জানালা ব্যবস্থা চালু করলেও বিদ্যুৎ জমি ইত্যাদি নানা রকম সমস্যার জন্য তার গতি ব্যাহত হচ্ছে। সেই কারণেই মুখ্যমন্ত্রীর পৌরহিত্যে এই কমিটি গঠনের সিদ্ধান্ত। যেখানে ভূমি বিদ্যুৎ থেকে শুরু করে সংশ্লিষ্ট সব দপ্তরকেই শামিল করা হয়েছে। যাতে ওই সব দপ্তর এর মধ্যে সমন্বয়ের ভিত্তিতে দ্রুত কাজ হয়। মুখ্যমন্ত্রী ছাড়াও ওই কমিটিতে তিনি নিজে এবং আরো পাঁচটি দপ্তরের মন্ত্রী এবং ৮ দপ্তরের সচিব থাকছেন বলে পার্থ বাবু জানান। এছাড়া ডাবলু বি আই ডি সি এবং ডব্লিউবি আইআইডিসি- র চেয়ারম্যানরা সদস্য হিসেবে থাকবেন। ওই কমিটির আহ্বায়ক হবেন শিল্পসচিব।