হুগলি, ২০ আগস্ট:- আজ শেওড়াফুলিতে হুগলি জেলা কংগ্রেসের উদ্যোগে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারত রত্ন রাজীব গান্ধীর ৭৮ তম জন্মদিন সাড়ম্বরে পালিত হয়। কংগ্রেস নেতা আব্দুল মান্নান, জেলা কংগ্রেসের সভাপতি সঞ্জয় চ্যাটার্জি, প্রদেশ কংগ্রেসের সম্পাদক আলোক রঞ্জন ব্যানার্জি, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সুজিত মুখোপাধ্যায়ের, জেলা কংগ্রেসের সহ সভাপতি সৌমেন সরকার, ও বিভিন্ন নেতৃবৃন্দ রাজীব গান্ধীর প্রতিকৃতি ও শহীদ বেদীতে মাল্যদান করেন। আধুনিক ভারতের রূপকার হিসেবে রাজীব গান্ধীর অবদান উল্লেখ করে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
একুশের পরিবর্তে আঠার বছরে ভোটাধিকার প্রয়োগ, দলত্যাগ বিরোধী আইন প্রণয়ন, পঞ্চায়েত রাজ ও নগর পালিকা রাজ প্রতিষ্ঠার জন্য সংবিধান সংশোধন করে মহিলা, তফশিলি জাতি ও উপজাতিদের বাধ্যতামূলক ভাবে আসন সংরক্ষণের ব্যবস্থা করেন। তথ্যপ্রযুক্তির উন্নয়নে তাঁর উদ্যোগ আজ সমগ্র বিশ্বে প্রশংসিত। বিংশ শতাব্দীতেই একবিংশতিতে ভারতবাসীকে যেসব সমস্যার সম্মুখীন হতে হবে তার সমাধানের রূপরেখা তৈরি করেন। একজন প্রকৃত গণতান্ত্রিক নেতা হিসেবে ভারতের গনতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে রাজীব গান্ধীর অবদান চিরস্মরণীয়।