এই মুহূর্তে জেলা

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম তুলতে বিশেষ ব্যবস্থা হাওড়ায়।

হাওড়া, ১৯ আগস্ট:- গতকাল দুয়ারে সরকার এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম তোলা নিয়ে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, আজ সকালে হাওড়া পুরসভার তরফ থেকে এই প্রকল্পের সুবিধা মানুষ যাতে সহজে পায় তার সুব্যবস্থা করা হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প স্বাস্থ্যসাথীর পাশাপাশি এবার লক্ষীর ভান্ডার প্রকল্প ঘিরেও সাধারণ মানুষের মধ্যে তুমুল উৎসাহ তৈরি হয়েছে। ইতিমধ্যেই হাওড়ার বিভিন্ন কেন্দ্রে দেখা যাচ্ছে ভোর থেকেই মহিলাদের দীর্ঘ লাইন। লক্ষীর ভান্ডার প্রকল্পের জন্য ফর্ম তুলতে সকলেই দীর্ঘ অপেক্ষা করছেন। এই নিয়ে বিভিন্ন ক্যাম্পে বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে বলেও অভিযোগ।

যাতে সকলে সুষ্ঠুভাবে লক্ষীর ভান্ডারের ফর্ম পান সেই জন্য তৃণমূল নেতা প্রাক্তন কাউন্সিলার শৈলেশ রাই এর উদ্যোগে এবং হাওড়া পুরসভার কমিশনারের উদ্যোগে আজ সকাল থেকে হাওড়ার শরৎ সদনে জিকজ্যাক সিস্টেমে বাঁশের ব্যারিকেড করে মহিলাদের সুষ্ঠুভাবে এবং শৃংখলাবদ্ধভাবে লাইনে দাঁড় করিয়ে ফর্ম দেওয়ার কাজ শুরু হয়েছে। শৈলেশ রাই জানান, হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার থেকে শুরু করে পুলিশ প্রশাসন সকলে উদ্যোগ নিয়ে আজ সকাল থেকে সুষ্ঠুভাবে ফর্ম তোলার ব্যবস্থা করেছেন। যেরকমভাবে বড় মন্দিরে মানুষ জিকজ্যাক সিস্টেমের ব্যারিকেডে লাইন দিয়ে সুশৃংখলভাবে মন্দিরে প্রবেশ করেন ঠিক সেইভাবেই এখানেও এই সিস্টেমে মহিলারা লক্ষীর ভান্ডারের ফর্ম তুলতে পারছেন। আজকে প্রায় এই শরৎ সদন কেন্দ্র থেকে ৫,০০০ লক্ষীর ভান্ডারের ফর্ম মহিলাদের হাতে তুলে দেওয়ার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।