এই মুহূর্তে জেলা

প্রৌঢ়ের দেহ উদ্ধার করল পুলিশ।

হাওড়া , ১ আগস্ট:- হাওড়ায় ফের জমা জলে ডুবে মৃত্যুর ঘটনা ঘটল। এবার উত্তর হাওড়ার সালকিয়ার মহীনাথ পোড়েল লেনে হাইড্রেন থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে। এলাকায় রাস্তায় জমা জলে হাইড্রেনে ভাসতে দেখা যায় ওই ব্যক্তির দেহ। এখনও মৃতের পরিচয় পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, জমা জলে ডুবেই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। এরপর জলেই ভাসতে ভাসতে দেহ চলে এসেছে। রাস্তার ধারে হাইড্রেনের জমা জলে এদিন ভেসে ওঠে ওই প্রৌঢ়ের মৃতদেহ। রবিবার সকালে এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় বাসিন্দারা পুলিশে খবর দেন। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। হাওড়ার সালকিয়ায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকাল সাড়ে ৮টা নাগাদ সালকিয়ার মহীনাথ পোড়েল লেনের বাসিন্দারা প্রথমে প্রচন্ড দুর্গন্ধ পান। কোথা থেকে পচা দুর্গন্ধ ছড়াচ্ছে তা খুঁজতে গিয়েই তাঁরা হাইড্রেনের মধ্যে একটি দেহ দেখতে পান।

এরপর খবর দেন মালিপাঁচঘড়া থানায়। পুলিশ এসে দেহটি ময়নাতদন্তের জন্য হাওড়া জেলা হাসপাতালে পাঠায়। স্থানীয় বাসিন্দা চৈতালি বাগ প্রথম দেখেন তাঁর বাড়ির পাশের হাইড্রেনে দেহটি আটকে রয়েছে। তিনি বলেন, দেখে মনে হচ্ছে দেহটি অন্য কোথা থেকে ভেসে এসেছে। বিকাশ পাল নামে অপর এক প্রত্যক্ষদর্শী বলেন, প্রথমে মৃতদেহ কিনা বুঝতে পারছিলাম না। কিন্তু প্রচন্ড দুর্গন্ধ ছাড়ছে দেখেই মনে হল পচাগলা মৃতদেহ। তখনই আমরা পুলিশকে খবর দিলাম। ভারি বৃষ্টির জেরে আমাদের এই এলাকায় রাস্তা থেকে ৩ ফুট উচ্চতা পর্যন্ত জল জমেছিল। জমা জলে রাস্তা ও ড্রেন বুঝতে না পেরেই মনে হচ্ছে ওই ব্যক্তি ড্রেনে পড়ে যান। এদিকে প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, মৃতদেহটি বছর পঞ্চাশের এক প্রৌঢ়ের। তিনি় পেশায় ভিক্ষুক ছিলেন। কোনওভাবে ড্রেনে পড়ে গিয়ে আর উঠতে পারেননি। তাঁর শরীরে আঘাতের কোনও চিহ্নও পাওয়া যায়নি। তবে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে।