কলকাতা, ২১ মে:- করোনা সংকটের আবহেই সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস এর প্রেক্ষিতে স্বাস্থ্য পরিকাঠামোয় অতিরিক্ত নজর দিতে কেন্দ্রীয় সরকার রাজ্য কে অনুরোধ জানিয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, তামিলনাড়ু, ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মুখ্য সচিবদের চিঠি লিখে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সচিব রাজেশ ভুষণ আজ এই অনুরোধ জানান। ঝড়ের গতিপথে থাকতে পারে এমন সব রাজ্যগুলির উপকূলবর্তী এলাকার স্বাস্থ্য ব্যবস্থায় বাড়তি নজর দিতে বলা হয়েছে । এই সব এলাকায় বিপর্যয় মোকাবিলার বিস্তারিত পরিকল্পনা তৈরি করতে বলার পাশাপাশি কন্ট্রোল রুম তৈরি করে স্বাস্থ্য আধিকারিকদের ফোন নম্বর কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কাছে পাঠাতে বলা হয়েছে।
করোনা চিকিৎসার জন্য যাতে সব রকম ব্যবস্থা রাখা হয়, সে দিকেও রাজ্য প্রশাসনকে নজর দিতে নির্দেশ দেওয়া হয়েছে। ঝড়ের ফলে বিদ্যুৎ পরিষেবায় ঘাটতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব হাসপাতালগুলিতে অক্সিজেন পরিষেবায় যাতে ঘাটতি না থাকে, সে দিকে নজর রাখতে বলেছেন। ঝড়-বৃষ্টির দাপটে যোগাযোগ ব্যবস্থার সমস্যা তৈরি হলেও যাতে জরুরি চিকিৎসা সরঞ্জাম, ওষুধ যাতে সময়মতো পৌঁছে দেওয়া যায়, তারও বন্দোবস্ত রাখতে বলা হয়েছে। এ দিকে দিল্লির মৌসম ভবন জানিয়েছে, ২২ মে উত্তর আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। ২৪ মে-র মধ্যে এটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। ২৬ মে সকালে এটি পশ্চিমবঙ্গ বা ওড়িশা উপকূলে আছড়ে পড়তে পারে।