হাওড়া , ১৬ মে:- আজ থেকে আগামী ৩০ মে পর্যন্ত আরও কড়া লকডাউন ঘোষণা করা হয়েছে রাজ্যে। গণপরিবহন সহ বিভিন্ন ক্ষেত্রে কড়া বিধিনিষেধ জারি হয়েছে। রবিবার সকাল থেকেই লকডাউন সফল করতে পথে নেমেছে পুলিশ। হাওড়া ব্রিজে পুলিশের নাকা চেকিং চলছে। এদিন সকালে যেসব প্রাইভেট গাড়ি, মালবাহী যান, ট্যাক্সি বা অন্যান্য গাড়ি পথে বেরিয়েছে সেগুলি চেকিং চলছে। উপযুক্ত কারণ না দেখাতে পারলেই সেই গাড়ি আটকানো হচ্ছে। তবে রাস্তায় সকাল থেকেই যানবাহন নেই বললেই চলে। শহরে কড়া নজরদারি চালানো হচ্ছে হাওড়া সিটি পুলিশের তরফ থেকে। উল্লেখ্য, রাজ্য জুড়ে লকডাউন শুরু হয়ে গেল রবিবার সকাল ৬টা থেকে। লকডাউন চলবে আগামী ১৫ দিন ৩০ মে পর্যন্ত।
করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের জন্যই এই কড়া বিধিনিষেধ ঘোষণা করেছে নবান্ন। শনিবার রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে সরকারের এই সিদ্ধান্তের কথা জানান। আগামী ১৫ দিন কেবল ছাড় দেওয়া হয়েছে জরুরি পরিষেবার ক্ষেত্রে। ছাড় দেওয়া হয়েছে। জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত দফতরগুলি ছাড়া সব সরকারি ও বেসরকারি অফিস এই সময় বন্ধ থাকবে। বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠানগুলিও। ব্যাঙ্ক সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত খোলা থাকবে। তবে এটিএম পরিষেবা চালু থাকবে। মুদিখানা সহ বাজার খোলা থাকবে সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত। গণপরিবহনের ক্ষেত্রে বাস, মেট্রো, ফেরি পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। তবে জরুরি প্রয়োজনে রাস্তায় কিছু ট্যাক্সি এবং অটো চলাচলে ছাড় দেওয়া হয়েছে। লোকাল ট্রেন চলাচল কয়েক দিন আগে থেকেই বন্ধ রয়েছে।