কলকাতা , ১ মে:- করোনার উপসর্গ আছে কিন্তু রিপোর্ট নেই- এমন রোগীকে এতদিন হাসপাতাল ভর্তি নিতে চাইছিল না। ফলে দ্রুত চিকিৎসা না হওয়ার কারণে বেশ কিছু মৃত্যুর ঘটনা ঘটেছে। এবার এই ঘটনায় নড়েচড়ে বসল স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য দফতর বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রিপোর্ট না থাকলেও করোনার উপসর্গযুক্ত বিশেষ করে শ্বাসকষ্ট আছে এমন রোগীকে হাসপাতালে আনা হলে আর ফেরানো যাবে না। প্রয়োজন হলে ‘সিভিআর অ্যাকিউট রেসপিরেটরি ইলনেস’ বা ‘সারি’ শয্যায় ভর্তি নিয়ে রোগীর চিকিৎসা করাতে হবে। একইসঙ্গে বলা হয়েছে, সংকটজনক রোগীকে স্থিতিশীল না করে অন্য জায়গায় রেফার করা যাবে না।
স্বাস্থ্য দফতরের বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে, অনেক সময় দেখা গিয়েছে সম্ভাব্য করোনা রোগী পরীক্ষার রিপোর্ট পারছেন অনেক দেরিতে। ফলে তাদের জরুরি ভিত্তিতে চিকিৎসা শুরু করা যাচ্ছে না। হাসপাতালে ভর্তি হতে গেলে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে বাড়ির লোকজনকে। নিয়মের এই জাতাকলে পড়ে আরও অসহায় হয়ে পড়ছেন করোনা রোগী এবং তার বাড়ির লোকজন। এমন অবস্থায় এবার পদক্ষেপ করলে স্বাস্থ্য দফতর। উপসর্গ আছে এমন রোগীর জরুরি ভিত্তিতে চিকিৎসা করার ওপর জোর দেওয়া হয়েছে। কোভিড রিপোর্ট না থাকলেও যদি কোনও রোগী আচমকাই সংকটজনক অবস্থায় চলে যান, দ্রুত তাঁর চিকিৎসা করতে হবে। রিপোর্ট না থাকলে প্রথমে ‘সারি’ ওয়ার্ডে রেখে চিকিৎসা করতে হবে। তারপর রিপোর্ট ‘পজিটিভ’ এলে সেই রোগীকে পাঠানো হবে কবে করোনা ওয়ার্ডে।