এই মুহূর্তে কলকাতা

করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হলে বিনামূল্যে সৎকারের সিদ্ধান্ত নিলো রাজ্য সরকার।

কলকাতা , ২৪ এপ্রিল:- করোনায় সংক্রমিত হয়ে মৃত্যু হলে রাজ্য সরকার বিনামূল্যে মৃতের সৎকার করার সিদ্ধান্ত নিয়েছে। মৃতদেহ সৎকার নিয়ে ব্যাপক অভিযোগের প্রেক্ষিতে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় আজ স্বরাষ্ট্রসচিব এইচ কে দ্বিবেদী এবং পুর ও নগর উন্নয়ন দপ্তরের সচিব ও আধিকারিকদের সঙ্গে নবান্নে বৈঠক করেন। সেখানে এই সিদ্ধান্ত নেওয়া ছাড়াও করণা পজিটিভ রিপোর্ট থাকলে রোগীকে বিনামূল্যে অক্সিজেন দেওয়ার বিষয়টি ঠিক হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। এই দিকে রাজ্য স্বাস্থ্য কমিশন আজ এক নির্দেশিকায় করোনা রোগীদের চিকিৎসার জন্য সব বেসরকারি হাসপাতালে মোট শয্যার ৬০ শতাংশ বরাদ্দ রাখতে হবে বলে নির্দেশিকায় জানিয়েছে। ক্রিটিকাল কেয়ার ওয়ার্ডে থাকলেও তার প্রয়োজন নেই এমন রোগীদের বিষয়গুলি হাসপাতালে সুপারদের নজর দিতে হবে বলে নির্দেশিকায় বলা হয়েছে।