হাওড়া , ২৪ এপ্রিল:- পর্যাপ্ত ভ্যাক্সিনের অভাবে কোভিড টিকাকরণ আপাতত বন্ধ রয়েছে বেলুড় স্টেট জেনারেল হাসপাতালে। নোটিশ দিয়ে সাধারণ মানুষকে সেকথা জানিয়ে দেওয়া হয়েছে। টিকার অপ্রতুলতার কারণেই বন্ধ রাখা হয়েছে কোভিড ভ্যাক্সিনেশন। হাওড়ার বেলুড় স্টেট জেনারেল হাসপাতালে এই মর্মে লাগানো হয়েছে নোটিশ। শনিবার সকাল থেকে বহু মানুষ করোনা টিকা নেওয়ার জন্যে হাসপাতালে এসে এই নোটিশ দেখে ফিরে যান। আবার কবে থেকে টিকা দেওয়ার কাজ শুরু হবে তার কোনও উত্তর পাননি এদিন টিকা নিতে আসা মানুষজন। টিকা নিতে আসা সঞ্জয় বিশ্বাস বলেন, “ভ্যাকসিন নেওয়ার ব্যাপারে খবর নিতে এসেছিলাম।
এসে দেখি ভ্যাকসিন শেষ হয়ে গেছে। এখন পর্যাপ্ত ভ্যাকসিন পাওয়া যাচ্ছেনা। প্রথম ডোজ নেওয়া হয়ে গেছে। দ্বিতীয় ডোজ নেওয়ার জন্যই কথা বলতে এসেছিলাম। কবে আসবে হাসপাতাল কর্তৃপক্ষ কিছু জানাতে পারছে না।”ভ্যাকসিন নিতে আসা রমেশ সিং জানান, কবে ভ্যাকসিন দেওয়া হবে তা তিনিও জানতে পারেননি। এদিকে, এবিষয়ে হাওড়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ ভবানী দাসকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “পর্যাপ্ত ভ্যাক্সিনের অভাবে বেলুড় স্টেট জেনারেল হাসপাতালে ভ্যাক্সিনেশন বন্ধ রয়েছে। ভ্যাক্সিনের জোগান স্বাভাবিক হলেই পুনরায় সেখানে ভ্যাক্সিনেশন চালু করা হবে”।