এই মুহূর্তে জেলা

ট্রাক্টর -বাইকের মুখোমুখি সংঘর্ষ ,মৃত্যু হল 3 বাইক আরোহীর ।

দ:দিনাজপুর,২ ডিসেম্বর:- ট্রাক্টর -বাইকের মুখোমুখি সংঘর্ষ এ মৃত্যু হল 3 বাইক আরোহীর । এদিন দুপুরে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বালুরঘাট ব্লকের পরানপুর ৫১২ নং জাতীয় সড়কে । জানা গেছে এদিন বালুরঘাট শহরের দিক থেকে একটি ট্রাক্টর পতিরামের দিকে যাবার সময়, উল্টো দিক থেকে আসা এক মোটর বাইকের সঙ্গে ধাক্কা লাগে । মোটরবাইকটি কার্যত ওই ট্রাক্টরের নিচে চলে আসে । ঘটনাস্থলেই মৃত্যু হয় 3 বাইক আরোহীর । ওই যুবকদের উদ্ধার করে বালুরঘাট হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা । মৃত 3 বাইক আরোহীর নাম গোপাল পাহান (26) শিবা পাহান (19) বিপুল পাহান (26) । প্রথম দুজনের বাড়ি দুর্ঘটনাস্থল এর কাছেই বালুরঘাট থানার মাহিনগরে । বিপুলের বাড়ি বালুরঘাট থানার দুর্লভপুরে । বালুরঘাট থানার পুলিশ দুর্ঘটনা তদন্তে নেমেছে । ঘাতক ট্রাকটি আটক করেছে পুলিশ।