এই মুহূর্তে জেলা

রেল কোয়ার্টার খালি করাতে এসে জনতার বাধার মুখে পড়ে সেই কাজ আপাতত বন্ধ রেখেই ফিরে গেল আরপিএফ।

 

হাওড়া,২৮ জানুয়ারি:- হাওড়ার টিকিয়াপাড়ার বিএনআর রেল কোয়ার্টারের বাসিন্দা প্রায় শ’খানেক পরিবার এখন দুশ্চিন্তার মধ্যেই দিন কাটাচ্ছেন। রেলের তরফ থেকে ইতিমধ্যেই এদের কোয়ার্টার খালি করার কথা বলা হয়েছে। কিন্তু তা সত্বেও এরা বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত রেলের কোয়ার্টার ছাড়তে রাজি নয়। মঙ্গলবার সকালে আরপিএফ সেখানে এলে রেল কোয়ার্টারের বাসিন্দারা এদিন ক্ষোভে ফেটে পড়েন। তাদের দাবি বিকল্প ব্যবস্থা না করলে তারা এখান ছেড়ে কোথাও যাবেন না। বাসিন্দারা এদিন দাবি করেন তাঁরা কয়েক দশক ধরে এখানে বসবাস করছেন। কারও বাবা, কারও দাদা বা নিকটাত্মীয় আগে রেলে চাকরি করতেন। তখন থেকেই তারা এখানে বসবাস করছেন।

There is no slider selected or the slider was deleted.

                                                                                                                                                                                                                                          তাদের এখানকার ঠিকানায় ভোটার কার্ড, আধার কার্ড, প্যান সব রয়েছে। এখন তারা কোথায় যাবেন। এদিকে, এদিনও এদের পাশে এসে দাঁড়ান প্রাক্তন মেয়র পারিষদ তৃণমূল নেতা বিভাস হাজরা। তিনি দাবি করেন এদের বিকল্প ব্যবস্থা না করে কোনওভাবে উচ্ছেদ করা চলবে না। এদিন রেল কোয়ার্টারের সামনে দাঁড়িয়ে বিভাসবাবু শ্লোগান দেন “আরপিএফ দূর হটো। জোর করে এই রেল কোয়ার্টার ভাঙতে দিচ্ছি না, দেব না।” বিভাসবাবু এদের বলেন, আপনারা সবাই একসঙ্গে থাকুন। আমরা আপনাদের পাশে রয়েছি। বিভাসবাবুর দাবি, এরা এখানে প্রায় ৫০-৬০ বছর ধরে এখানেই বসবাস করছেন।

There is no slider selected or the slider was deleted.

                                                                                                                                                                                                                                               সকলেরই এখানকার ভোটার কার্ড রয়েছে। আধার কার্ড রয়েছে। এদের পরিবারের ছেলেমেয়েরাও এবার কেউ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। এদের বাবা মা সারাজীবন এখানে ছিলেন। তারা অবসরের পর তাদের ছেলেমেয়েরাও বড় হয়ে আজকে এখানে রয়েছেন। স্বাভাবিকভাবেই এদের এভাবে উচ্ছেদ করা যাবে না। বিকল্প ব্যবস্থা না করে বলপূর্বক এদের উচ্ছেদ করা যাবে না। এদিন প্রতিরোধের মুখে পড়ে আরপিএফ ফিরে যায় বলে রেল কোয়ার্টারের বাসিন্দারা দাবি করেছেন।

There is no slider selected or the slider was deleted.