এই মুহূর্তে কলকাতা

পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে গতকাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আঘাত লাগার ঘটনায় পরিকল্পিত ভাবে হামলার অভিযোগ তুলে তার দল তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে।

কলকাতা , ১১ মার্চ:- পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে গতকাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আঘাত লাগার ঘটনায় পরিকল্পিত ভাবে হামলার অভিযোগ তুলে তার দল তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে। পাশাপাশি রাজ্যের আইন শৃংখলা রক্ষায় কমিশনের ভূমিকা নিয়েও দলের তরফ থেকে প্রশ্ন তোলা হয়েছে। তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন এবং চন্দ্রিমা ভট্টাচার্য আজ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এর দপ্তরে গিয়ে মুখ্যমন্ত্রীর আহত হওয়ার ঘটনার প্রেক্ষিতে স্মারকলিপি জমা দেন। পরে পার্থবাবু সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, মুখ্যমন্ত্রীর উপর এই হামলার পূর্বাভাস ছিল।

তা সত্ত্বেও গতকাল এই হামলার সময় স্থানীয় পুলিশ প্রশাসনের কেউই উপস্থিত ছিলেন না। রাজ্যে ভোট ঘোষণার পরে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব যেহেতু নির্বাচন কমিশনের উপরে বর্তেছে তাই এই ঘটনার দায় তারা অস্বীকার করতে পারেন না। রাজ্যে বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার পরে সরকারের সঙ্গে আলোচনা না করেই রাজ্য পুলিশের মহানির্দেশককে সরিয়ে দেওয়ার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষায় কমিশন উদাসীন ভূমিকা নিচ্ছে। মুখ্যমন্ত্রীর মত জেড প্লাস নিরাপত্তা প্রাপ্ত ব্যক্তির নিরাপত্তা ও বিঘ্নিত হচ্ছে।বিজেপি নেতা নেত্রীদের বক্তব্য কমিশনের কাজে প্রতিফলিত হচ্ছে।এর ফলে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে বলে তার অভিযোগ।