এই মুহূর্তে জেলা

পিকের কোম্পানিতে যারা টাকা দিয়েছেন তারাই নির্বাচনে তৃণমূলের টিকিট পেয়েছেন – অর্জুন।

ব্যারাকপুর , ৬ মার্চ:- তৃণমূল কংগ্রেসে কাটমানি ছাড়া কোনও জায়গা নেই। কাটমানি দিলেই ওই দলে ছাড় পাওয়া যাবে। শনিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমটাই জানালেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। শুক্রবার তৃণমূলের পূর্ণাঙ্গ পার্থী তালিকা ঘোষণা হবার পর থেকেই দিকে দিকে বঞ্চিতদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। এ প্রসঙ্গে তিনি বলেন, যতদূর কানে আসছে যারা পরামর্শদাতা পিকের কোম্পানিতে টাকা দিয়েছেন তারাই এবারের নির্বাচনে তৃণমূলের টিকিট পেয়েছে। তৃণমূল দলে যারা পুরানো কর্মী এবং দলের হয়ে প্রকৃত কাজ করত, তাদের দিদিমণি গুরুত্ব দেয়নি। উনার কাছে পুরানো ও কাজ করা কর্মীদের কোনদিনও গুরুত্ব ছিল না।

তার জলজ্যান্ত উদাহরণ আমি নেজেই। এদিন তিনি তৃণমূল কংগ্রেসের বঞ্চিতদের উদ্দেশ্যে বলেন,আপনাদের সবাইকে ভারতীয় জনতা পার্টিতে স্বাগত জানাচ্ছি। এই দলে কাজ করার অনেক সুযোগ রয়েছে। আশা করি দল আপনাদেরকে গুরুত্ব দেবে। মুখ্যমন্ত্রীর বিধান পরিষদ গঠন করা নিয়ে এদিন বিজেপি সাংসদ কটাক্ষের শুরে বলেন, ফের দিদিমণি লালিপপের টোপ দেখাচ্ছেন। তার বক্তব্য দিদিমণি ক্ষমতায় এলে, তবেই তো বিধান পরিষদ গঠন করবেন। উনার সেই আশা কি পুর্ন হবে ? তার দাবি তৃণমূল কংগ্রেস সততার কোন দাম দেয় না।