হুগলি , ৪ মার্চ:- উত্তরপাড়া রাজা প্যারীমোহন কলেজ প্রথম বর্ষের স্নাতক স্তরের ৪৪ জন ছাত্র-ছাত্রী ফার্স্ট সেমিস্টারের পরীক্ষার আগে চরম সমস্যার সম্মুখীন। কলেজের ছাত্র-ছাত্রীদের কাছ থেকে জানা যায় কৌভিড পরিস্থিতিতে এই শিক্ষাবর্ষে ৬২৫ জন ছাত্র-ছাত্রী প্রথম বর্ষে ভর্তি হয়। অনলাইনে তাদের ক্লাস শুরু হলেও কিছু ছাত্র-ছাত্রীর মোবাইলে মঙ্গলবার মেসেজ আসে অবিলম্বে তারা যেন প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে কলেজে আসে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশনের জন্য। ছাত্র-ছাত্রীদের অভিযোগ তারা ভর্তির সময় সমস্ত তথ্য প্রমাণাদি জমা দিয়ে ভর্তি হয়েছিলেন।
আজ হঠাৎ করে রেজিস্ট্রেশনের জন্য নতূন করে তথ্য জমা দিতে বলা হয়। সেইমতো ওই ছাত্রছাত্রীরা কলেজে আসে। কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর প্রিন্সিপালের সাথে দেখা না হওয়ায় ক্ষোভে ফেটে পড়ে ছাত্র-ছাত্রীরা। ছাত্র সংসদ সূত্রে জানা যায় যে তাদের সাথে কলেজ কর্তৃপক্ষের প্রাথমিকভাবে কথা হয়েছে যে যে সমস্ত ছাত্র-ছাত্রীদের রেজিস্ট্রেশন হয় নি তাদের ভবিষ্যতের কথা ভেবে কোন কলেজ থেকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হবে। পাশাপাশি এটাও জানা যায় যে ওই ৪৪ জন ছাত্রছাত্রীর মধ্যে ইতিমধ্যেই ২২ জন অন্য কলেজে ভর্তি হয়ে গেছে। সুতরাং বর্তমানে বাকি ২২ জন ছাত্র-ছাত্রী সমস্যার মধ্যে রয়েছে।