হুগলি , ১৬ ফেব্রুয়ারি:- ভোটমুখো বাংলায় উত্তেজনা তুঙ্গে। গুলি তৃণমূলের পঞ্চায়েত সদস্যর বাড়িতে। সোমবার চাঞ্চল্যকর ঘটনাটি চুঁচুড়া থানার ব্যান্ডেল নলডাঙ্গা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে সাড়ে দশটা নাগাদ কোদালিয়া -২ নম্বর গ্রাম পঞ্চায়েত সদস্য বিজন মল্লিকের বাড়ির দরজায় কেউ বা কারা গুলি চালায় বলে অভিযোগ। সেসময় রাস্তায় কেউ না থাকায় কাউকে দেখতে পায়নি। গুলির শব্দে সকলে বাইরে বেড়িয়ে এসে দেখতে পায় কাঁচের দরজা ফুটো হয়ে গেছে। গুলির অংশ পরে রয়েছে ঘরের মেঝেতে।
বিজনবাবু তখন এলাকায় সরস্বতী পুজো মন্ডপে ছিলেন। খবর পেয়ে তিনিও ছুটে আসেন। খবর দেওয়া হয় থানায়। ঘটনাস্থলে চুঁচুড়া থানা ও ব্যান্ডেল ফাঁড়ির পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার তদন্তে নামে। বিজনবাবুর বাড়িতে আসেন স্থানীয় পঞ্চায়েতফ্রধান বিদ্যুৎ বিশ্বাস। তৃণমূলের অভিযোগ ভোটের মুখে ভয় দেখাতে বিজেপি আশ্রিত দুষ্কৃতিরা এই কাজ করেছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন নলডাঙ্গার বাসিন্দা তথা বিজেপি যুব মোর্চার হুগলী সাংগঠনিক জেলা সভাপতি সুরেশ সাউ। তিনি বলেন তৃণমূল গোষ্ঠীকোন্দলের জেরেই এই ঘটনা ঘটেছে।