কলকাতা, ৬ ফেব্রুয়ারি:- রাজ্যের মানুষের হাতে টাকা দিয়ে এবং পরিকাঠামো গড়ে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যেই বাজেট পেশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অর্থনীতিবিদ কেইন্স–এর তথ্য অনুযায়ী মানুষের হাতে টাকা দিলেই বাড়বে কেনার ক্ষমতা। বাজারে চাহিদা বাড়বে। বাড়বে জিডিপি। এভাবেই এবারের বাজেটের ব্যাখ্যা দিলেন অর্থমন্ত্রী অমিত মিত্র। শনিবার নবান্নে তিনি বলেন, ‘কেন্দ্র এই তত্ত্ব মানেনি। কিন্তু মুখ্যমন্ত্রী এই তত্ত্ব মেনেই এগোতে চেয়েছেন। এতে সাধারণ মানুষের মূল তিনটি চাহিদা খাদ্য, বস্ত্র, বাসস্থানের চাহিদা পূরণ হচ্ছে।
বাজেটে উল্লেখিত সমস্ত প্রকল্প রূপায়ন করার জন্য অর্থের কোনও অভাব হবে না। রাজ্যের রাজস্ব আদায় যথেষ্ট ভাল জায়গায়।’ কোভিড পরিস্থিতির উন্নতির ফলে যেটুকু ঘাটতি রয়েছে তাও পূরণ হয়ে যাবে। অর্থমন্ত্রী মনে করেন, রাজ্য প্রশাসনের সরকার পরিচালনার দক্ষতা কেন্দ্রকে বাধ্য করবে রাজ্যের প্রাপ্য অর্থ মিটিয়ে দিতে। তাঁর আশা, পঞ্চদশ অর্থ কমিশন রাজস্ব ঘাটতি বাবদ যে ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে, তা কেন্দ্র রাজ্যকে আগামী চারটি অর্থবর্ষে ধাপে ধাপে মিটিয়ে দিতে বাধ্য হবে।