কলকাতা, ২৯ জানুয়ারি:- তৃণমূলের সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। আজ তৃণমূল থেকে ইস্তফা দিয়েছেন তিনি। দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইস্তফার চিঠি পাঠান রাজীব। তার আগে আজ বিধানসভায় গিয়ে বিধায়ক পদ থেকে ইস্তফা দেন তিনি। ডোমজুড়ের বিধায়ক ছিলেন রাজীব। বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন রাজীব। বিধানসভায় মন্ত্রী হিসেবে তিনি যে ঘরে বসতেন সেই ঘর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি খুলে নিয়ে নিজের হাতে করে নিয়ে বেরিয়ে গাড়িতে ওঠেন রাজীব।
মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের ছবি ও মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম করার ছবি দুটিও খুলে নিয়ে যান তিনি। ইস্তফা দিয়ে বেরিয়ে সাংবাদিকদের রাজীব বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আমার মায়ের মত। উনি আমাকে বিধায়ক হওয়ার সুযোগ করে দিয়েছেন। তাঁর কাছে চির কৃতজ্ঞ, চির ঋণী হয়ে থাকব। তাঁর ছবি যেমন আমার মাথার পিছনে থাকে। সেই ছবি নিয়েই আমি বেরিয়েছি। তাঁর ছবি আমার সঙ্গেই থাকবে। ডোমজুড়ের মানুষকে ধন্যবাদ জানিয়ে রাজীব বলেন, আগামী দিনেও ডোমজুড়ের মানুষের পাশে থাকবেন তিনি।